হায়দার আকবর খান রনো

হায়দার আকবর খান রনো (জন্ম: কলকাতা ১৯৪২) বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের শীর্ষ স্থানীয় নেতা। একই সঙ্গে জননেতা ও তাত্ত্বিক। ১৯৬০ সালে যখন তিনি পদার্থবিদ্যার ছাত্র ছিলেন, তখনই তিনি গোপন কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন। পরবর্তীতে কমিউনিস্ট আন্দোলনের বিভিন্ন বাঁক ও মোড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমন্ডলীর সদস্য।

৬২-এর সামরিক শাসন বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। ষাটের দশকে নতুন ধারার শ্রমিক আন্দোলনের অন্যতম স্থপতি। ৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক। ৭১-এর মুক্তিযোদ্ধা। ৯০-এর গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার। রনোর বৈচিত্রময় জীবনে তাঁকে বার বার কারাবরণ ও আত্মগোপনে যেতে হয়েছে। রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি তিনি নিরবিচ্ছিন্নভাবে লিখে চলেছেন। মার্কসবাদ, রাজনীতি, অর্থনীতি, দর্শন, সাহিত্য এ বিজ্ঞানের উপর বই লিখেছেন, প্রবন্ধ লিখেছেন অজস্র। বিস্তারিত…